Judul: Berbagi Info Seputar JSC, PSC, JDC & Ebtedayee Result 2016 Full Update Terbaru
link: JSC, PSC, JDC & Ebtedayee Result 2016
Berbagi JSC, PSC, JDC & Ebtedayee Result 2016 Terbaru dan Terlengkap 2017
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর প্রকাশ করা হবে। চার পরীক্ষা মিলে ফল পাবে মোট প্রায় ৫৬ লাখ পরীক্ষার্থী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গণভবনে সকাল সাড়ে ১০টায় জেএসসি-জেডিসি এবং পৌনে ১১টায় প্রাথমিক সমাপনীর ফলাফল হস্তান্তরের পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে এর বিস্তারিত তুলে ধরা হবে।
সচিবালয়ে বেলা ১২টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বেলা ১টায় সংবাদ সংবাদ সম্মেলনে দুই পরীক্ষার ফল ঘোষণা করবেন। সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা এসএমএস ও ইন্টারনেটে ফলাফল জানতে পারবেন।
প্রাথমিক ও ইবতেদায়ীতে সারা দেশে সাত হাজার ১৯৪টি কেন্দ্রে ২০ নভেম্বর থেকে এ পরীক্ষায় শুরু হয়ে শেষ হয় ২৭ নভেম্বর। প্রাথমিক সমাপনীতে এবার ২৯ লাখ ৩০ হাজার ৫৭৩ জন এবং ইবতেদায়ী সমাপনীতে দুই লাখ ৯৯ হাজার ৭১৫ জনসহ মোট ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রাথমিকে ছাত্রসংখ্যা ১৩ লাখ ৪৬ হাজার ৩২ জন এবং ছাত্রী ১৫ লাখ ৮৪ হাজার ৫৪১ জন। আর ইবতেদায়ীতে ছাত্র এক লাখ ৫৭ হাজার ৩১৯ জন এবং ছাত্রী এক লাখ ৪২ হাজার ৩৯৬ জন।
জেএসসি-জেডিসি পরীক্ষা ১ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ১৭ নভেম্বর। জেএসসিতে এবার ২০ লাখ ৩৮ হাজার ৩০৩ জন এবং জেডিসিতে ৩ লাখ ৭৪ হাজার ৪৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। সারা দেশে জেএসসিতে ১৯ হাজার ৭০৬ ও জেডিসিতে ৯ হাজার ৫৫টিসহ মোট ২৮ হাজার ৭৬১ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যথাক্রমে ২ হাজার ২ ও ৭৩২টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। এছাড়া বিদেশের ৮টি কেন্দ্রে ৬৮১জন পরীক্ষার্থী ছিল। (Source: Banglanews24)
মোবাইলে SMS এর মাধ্যমে JSC, PSC, JDC & Ebtedayee Result 2016 জানার নিয়মঃ
প্রাথমিক সমাপনী পরীক্ষার রেজাল্টঃDPE<space>Student ID
ইবতেদায়ি সমাপনী পরীক্ষার রেজাল্টঃEBT<space>Student ID
জেএসসি পরীক্ষার রেজাল্টঃ JSC <space> First 3 letters of board <space> Roll Number <space> 2016
জেডিসি পরীক্ষার রেজাল্টঃ JDC <space> MAD <space> Roll Number <space> 2016
এবার মেসেজটি 16222 নাম্বারে পাঠিয়ে দিন। ফিরতি এসএমএসে ফলাফল জানতে পারবেন।
অনলাইনে JSC, PSC, JDC & Ebtedayee Result 2016সংগ্রহের নিয়মঃ
অনলাইনে শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে (educationboardresults.gov.bd) ও (eboardresults.com) জেএসসি-জেডিসি এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (dpe.gov.bd) প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী ফল পাওয়া যাবে।
Itulah sedikit Artikel JSC, PSC, JDC & Ebtedayee Result 2016 terbaru dari kami
Semoga artikel JSC, PSC, JDC & Ebtedayee Result 2016 yang saya posting kali ini, bisa memberi informasi untuk anda semua yang menyukai Grtaisan Aplikasi Android. jangan lupa baca juga artikel-artikel lain dari kami.
Terima kasih Anda baru saja membaca JSC, PSC, JDC & Ebtedayee Result 2016